শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু আহত ১

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক (দুর্গাপুর):

নেত্রকোণার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবুল কাশেম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাকলজোড়ার খুজিরকোণা গ্রামে এই র্দ্ঘূটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন নুর ইসলাম (৬০) নামে আরো একজন। নিহত কাশেম স্থানীয় মৃত লালু শেখের পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ায় পানি বাড়ে আশপাশের জমিসহ বিল গুলোতে। এমন একটি বিলে সকালে মাছ ধরতে যায় কৃষক আব্দুল কাশেম ও নুর ইসলাম। এই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় আবুল কাশেম। এ সময় আহত নুর ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসেন ।

এ ব্যাপারে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই আহত কিশোরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত কৃষককেও স্থানীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব-উল-আহসান জানান, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহত কৃষককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকার অনুদান দেওয়া হবে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: