জামালপুর জেলা প্রেসক্লাবে প্রবীণ সাংবাদিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
শামীম আলম (জামালপুর):
জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার রাতে প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এ এম মোশারফ হোসেনের ১ম মৃত্যু বাষির্কী উপলক্ষে একটি দোআ আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, যমুনা টিভির স্টাপ রিপোর্টার শোয়েব হোসেন, দিনকাল মকুল রানা, ডিবিসি টিভি ও বাংলাদেশ প্রতিদিন শুভ্র মেহেদী, ঢাকা রিপোর্টার বিশ্বজিৎ দেব টুটুল, দিপ্ত টিভি তানভীর আহমেদ হীরা, মাই টিভি,বাংলাদেশ আলো ও বিডি ফ্যানেন্সিল নিউজ জেলা প্রতিনিধি শামীম আলম, নিউজ টুইন্টিফোর তানভীর আজাদ মামুন, বাংলা টিভি কাউসার আহাম্মদ, আজকের জামালপুর স্টাপ রিপোর্টারসহ আরো অনেকেই। পরে প্রয়াত জেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন, শফিক জামান লেবু ও লিটন সবার জন্য দোআ শেষ করে তবারক বিতরণ করা হয়।