সালথায় আটঘর ইউপি চেয়ারম্যানের পিতার ইন্তেকাল: জানাযা ও দাফন সম্পন্ন
জাকির হোসেন (সালথা):
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হাসান খান (সোহাগ) এর বাবা মোঃ লিয়াকত আলী খান (৭৫) মৃত্যু বরণ করেছেন। (ইন্না ~ ~~ ~ রাজিউন) শুক্রবার (১৬ জুলাই) ভোর ৫ টায় বার্ধক্য জনিত কারনে তিনি ফরিদপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুম লিয়াকত আলী খান উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ার মৃত গোলাম আলী খানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৬ জুলাই) জুময়ার নামাজ শেষে ফরিদপুরের নিজামুল উলুম মাদ্রাসা ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুম লিয়াকত আলী খানের লাশ ফরিদপুর আলীপুর গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় ফরিদপুর ও সালথা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিয়াকত আলী খানের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আটঘর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান তার বাবা মরহুম লিয়াকত আলী খানের রুহের মাগফেরাতের জন্য দোয়া সকলের কাছে চেয়েছেন।