সালথায় যুবলীগের ত্রাণ বিতরণ
জাকির হোসেন (সালথা):
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের বিভিন্ন এলাকা কর্মহীন মানুষের আহাকার যেন বেড়েই চলেছে, এসব মানুষের কথা চিন্তা করে সালথা উপজেলা যুবলীগের নিয়মিত আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় যুবলীগের পক্ষ থেকে দুঃস্থ্য মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরীর দিক নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার (১৬ জুলাই) বেলা ১০ টায় বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া ওমর ইবনে খাত্তাব মাদ্রাসা কমপ্লেক্সে প্রায় শতাধিক দুঃস্থ্য অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শওকত হোসেন মুকুল। আরও উপস্থিত ছিলেন, ভাওয়াল ইউনিয়ন যুব লীগের সভাপতি মামুন মিয়া, যুবলীগ নেতা বাকী বিল্লাহ, শেখ সুমন মাহমুদ, আলমাস মিয়া, সিয়াম হোসেন কাশেম প্রমুখ।
এসময় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শওকত হোসেন মুকুল বলেন, করোনা সংক্রমন রোধে সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার এই সংকটময় সময়ে যুবলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন।