আঙ্কুরেই বিনষ্ট করল মাধবপুরের কৃষক শাহজাহানের স্বপ্ন
শেখ জাহান রনি (মাধবপুর):
অঙ্কুরেই বিনষ্ট করল কৃষক শাহজাহানের স্বপ্ন। পরিবার পরিজন নিয়ে একটু স্বচ্চলতার আশায় ৩হাজার টাকায় জমা নিয়ে ২১শতক জমিতে ১৪শত টমেটোর চারা রোপন করেছিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর চৌমুহনী ইউনিয়নের বড়–ড়া গ্রামের দরিদ্র কৃষক শাহজাহান (৫৫)। ৩ মেয়ে ও ২ ছেলের সংসারের দারিদ্রতাকে দূর করতে এবারই প্রথম কৃষি অফিসের পরামর্শে টমেটো চাষে অংশগ্রহন করেছিলেন শাহজাহান। প্রায় ৪ মাস ধরে আগাছা পরিস্কার ও চাষাবাদ করে জমা নেওয়া জমিটিতে উর্বরতা এনে গত মে মাসের প্রথম দিকে মালচিং পদ্ধতিতে চারা রোপন, বাশের খুঁটিসহ সকল ধরনে ব্যবস্থা করা হয় জমিটিতে। উন্নত প্রজাতির টমেটো ফলাতে নিজে কঠোর পরিশ্রম করে এবং দৈনিক হাজিরার শ্রমিক নিয়ে ১০টাকা দরে ১৪শত চারা ক্রয় করে জমিতে রোপন করা হয়। চারা রোপন পর নিয়মিত কীটনাশক স্প্রে ও পরিচর্যার কোন ঘাটতি ছিল না। ২ মাসেই প্রায় প্রতিটি চারাতে ফুল এসেছিল। কিন্তু শত্রুপক্ষ এ ফলন সহ্য করতে পারেনি। কে বা কারা গত বৃহস্প্রতিবার রাতের কোন এক সময়ে ফুল আসা টমেটোর চারাগুলো ভেঙ্গে উপড়ে রাখে। প্রতিদিনের মত আজ শুক্রবার সকালে জমিতে রোপনকৃত চারা পরিচর্যা করতে গিয়ে শাহজাহান দেখতে পায় তার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। দরিদ্র কৃষক শাহজাহান মিয়ার সাথে কথা বললে তিনি জানান একমাত্র পৈত্রিক বাড়ীর ১০ শতক জায়গা ব্যতিত তার আর কোন জমি জামা নেই। আমি নিজের সন্তানের মতো যত্ন করে গাছগুলো ফলিয়েছি। আমার ফলাইত গাছের ক্ষতি করতে কাউকে দেখি নি। আল্লাহ তাদের বিচার করবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান বলেন ঘটনাটি খুবই ন্যাক্কার জনক। সরজমিন তদন্ত করে কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।