করোনার ডেল্টাভ্যারিয়েন্ট বিস্তার রোধে একাডেমি আলোচনায় ডাঃ এম এ আজিজ
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
‘ডেল্টাভ্যারিয়েন্ট : ডাইভার্স ট্রেন্ড অব কোভিড ১৯’ বিষয়ক একাডেমিক আলোচনা জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ১৫ জুলাই বৃহস্পতিবার এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বিপিএমপিএ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ হরি শংকর দাশ এর সভাপতিত্বে একাডেমিক আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) মহাসচিব, কোভিড ১৯ জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ তার বক্তব্যে কোভিড ও ভ্যাক্সিন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকলকে অবহিত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবির, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শাহ আলম, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভূইয়া, কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা মানজুরুল হক ও ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম।
একাডেমিক আলোচনায় মূল বিষয়ের উপর আলোচনা করেন ডাঃ রামিম ইসলাম ইবনে নূর এবং প্যানেল অব এক্সপার্ট হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক ডাঃ সত্য রঞ্জন সূত্রধর ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হান্নান মিয়া।
সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, সাধারণ সম্পাদক বিপিএমপিএ, ময়মনসিংহ জেলাশাখা।
প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক বৃন্দ কথা বলেন এবং প্যানেল এক্সপার্টদ্বয়ের উত্তরে অনেক অজানা বিষয়ে চিকিৎসকরা সমৃদ্ধ হন।
বিশেষ অতিথিবৃন্দ ময়মনসিংহের করোনা সংকট নিরসনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সময়োপযোগী একটি একাডেমিক আলোচনা আয়োজন করার জন্য চিকিৎসকগন বিপিএমপিএ, ময়মনসিংহ জেলা শাখাকে ধন্যবাদ জানান।