গফরগাঁওয়ে ছাত্রলীগের মাক্স বিতরণ, মাইকিং ও বিনামূল্যে রেজিষ্ট্রেশন
এইচ কবীর টিটো (গফরগাঁও):
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল এমপির অনুপ্রেরণায় করোনা ভাইরাসের তৃতীয় মাত্রার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি করতে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাক্স বিতরণ ও বিনামূল্যে টিকাদান রেজিষ্ট্রেশনসহ সচেতনতা মুলক প্রচারণা মাইকিং করে।
কঠোর লকডাউন উঠিয়ে নেওয়ায় প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে গফরগাঁও পৌরশহরের জনবহুল বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিলের নেতৃত্বে মাক্স বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও বিনামূল্যে সুরক্ষা এ্যাপের মাধ্যমে অনলাইন রেজিষ্ট্রেশন করে প্রিন্ট কপি প্রদান করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন তানভীর,কলেজশাখা ছাত্রলীগের সাব্বির, রিভানসহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল বলেন, মানুষের সচেতনতা বৃদ্ধি করতে আমরা এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের অনুপ্রেরণায় দিনব্যাপী কর্মসূচি পালন করেছি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে আমরা আজ কঠিন সময় পার করছি।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কভিট ১৯ টিকা আমাদের গফরগাঁওয়ে বরাদ্দ দিয়েছে। যারা টিকা গ্রহণ করেনি তাদেরকে আমরা বিনামূল্যে অনলাইন রেজিষ্ট্রেশন করে দিচ্ছি।পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণা চালিয়েছি।