ফুলবাড়িয়ায় জাপা চেয়ারম্যানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আয়োজন করে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠন। পশ্চিম বাজারস্থ জাপা’র অস্থায়ী কার্যালয়ে প্রিয় নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে আয়োজন করা হয় মিলাদ, দোয়া ও আলোচনা সভার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপা’র সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। উপজেলা জাপা’র আহবায়ক আলহাজ্ব মোঃ নাজমুল হক সরকার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বি এস সি, ডাঃ আব্দুস সালাম, মাও. আশরাফ আলী, হাবিবুর রহমান হাবিবুল্লাহ, স্বেচ্ছাসেবক পাটির আহবায়ক তোফাজ্জল হোসেন তোতা, জাতীয় পার্টি’র নেতা আব্দুস সবুর, কামাল হোসেন, আব্দুল মোতালেব মেম্বার, হাকিম মনির উদ্দিন, সিরাজুল ইসলাম, প্রকৌশলী আকাশ, তৌফিকুল ইসলাম বাবুল, নাসরিদ ইসমাইল, বদরুল আনাম সিদ্দিকী রিপন প্রমুখ।