মাধবপুরে করোনায় মৃত্যু ১
শেখ জাহান রনি (মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুস সাত্তার (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সাত্তার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের রঙ্গু মিয়ার পুত্র। সে নোয়াপাড়া বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। জানা যায় গত ৪ জুলাই রবিবার আব্দুস সাত্তার করোনা আক্রান্ত হয়, এর এরপর থেকে তিনি নিজ গৃহে অবস্থান করেন।এর পর বুধবার বিকেলে আব্দুস সাত্তার তার শরীরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবরে করোনা আক্রান্তের ভয়ে ঘরের বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছে গ্রামেরবাসী।
এবিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতেয়াক মামুন নোয়াপাড়ায় আব্দুর সাত্তার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।