শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডের ২০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শান্তা ফার্স্ট ইনকাম ফান্ড নামের বেমেয়াদি মিউচুয়াল ফান্ড তার ইউনিটহোল্ডারদের (বিনিয়োগকারী) জন্য ২০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য।
এ হিসাব ফান্ডটির বিনিয়োগকারীরা ইউনিট প্রতি ২ টাকা ৫ পয়সা হারে মুনাফা পাবেন। ইউটিধারীদের মধ্যে গত ৩০ জুন যাদের বিনিয়োগ ছিল, তারাই এই মুনাফা পাওয়ার যোগ্য হবেন।
গত হিসাব বছরে ১০ টাকা অভিহিত মূল্যের ইউনিট প্রতি ২ টাকা ৮৮ পয়সা নিট মুনাফা থেকে এই লভ্যাংশ দিতে যাচ্ছে সম্পদ ব্যবস্থাপক শান্তা।
গতকাল বুধবার ১৪ জুলাই অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটি এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি নিজে উদ্যোক্তা হিসেবে এ ফান্ডটির বিনিয়োগ কার্যক্রম শুরু করেছিল। এর প্রাথমিক আকার ছিল ২০ কোটি টাকা। তবে বর্তমানে ফান্ডটির আকার দাঁড়িয়েছে প্রায় ৪৮ কোটি টাকা।
বিনিয়োগকারীরা চাইলে এ লভ্যাংশ নগদে নিতে পারবেন। আবার চাইলে লভ্যাংশের সমপরিমাণ পুনঃবিনিয়োগ করতে পারবেন।