আয় বেড়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের
শেয়ার প্রতি আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ থেকে আরও জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫১ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৬ পয়সা।