নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানায় থাকবে না আইএফআইসি ব্যাংক
নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকায় থাকবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক)। আইএফআইসি সব শেয়ার বিক্রি করে দেবে বলে ব্যাংকটির পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৪ জুলাই, ২০২১) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, আইএফআইসি ব্যাংক লিমিটেড নেপালে অবস্থিত নেপাল-বাংলাদেশ ব্যাংকের প্রমোটার (উদ্যোক্তা)। এই ব্যাংকে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রি করে ওই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবে।
তবে ব্যাংকটির শেয়ার বিক্রি করার জন্য ক্রেতা পেলেই তা বিক্রি করবে। একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, নেপাল-বাংলাদেশ ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৪৮ হাজার ২১২টি। এই ব্যাংকের ৪০ দশমিক ৯১ শতাংশ বা ৩ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৪২৬টি শেয়ারের মালিকানা আইএফআইসি ব্যাংকের।