অটোরিকশা উল্টে পাঁচজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুরুতর আহত
এইচ কবীর টিটো (গফরগাঁও):
ময়মনসিংহের গফরগাঁও অটোরিকশা উল্টে পাঁচজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুরুতর আহত হয়েছে।এদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুই শিক্ষককে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার দুপুরে লংগাইর ইউনিয়নের কুমাড়বাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিগুয়ারী থেকে অটোরিকশা যোগে উপজেলা শিক্ষা অফিসের উদ্দেশ্যে আসার পথে লংগাইর ইউনিয়নের কুমারবাড়ি এলাকায় অটোরিকশা উল্টে পাতলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অললী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, নিগুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, অললী তললী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান এবং মাখল নিগুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান আহন হন। স্হানীয়রা এসে তাদের উদ্ধার করে স্হানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করালেও পাতলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং অললী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কান্দিপাড়া শাখার সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান দিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে।