শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ৬৫০ জন পরিবহন শ্রমিককে নগদ সহায়তা তুলে দিলেন: মসিক মেয়র টিটু

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ (ময়মনসিংহ) :

করোনায় ক্ষতিগ্রস্ত পরিবহন ৬৫০ পরিবহন শ্রমিকদের মাঝে ৫০০ টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ সহায়তা তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বুধবার (১৪জুলাই)বিকেল ০৪ টায় প্রিমিয়ার আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করেন মসিক মেয়র ।

সভাপতির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রহস্ত পরিবহন শ্রমিকগণ। তাই শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, নগদ সহায়তা, ঈদ উপহার বিতরণ, ওএমএস কার্ড বিতরণ ইত্যাদির মাধ্যমে পরিবহন শ্রমিকদের সহযোগিতার চেষ্টা করেছি। আমরা পরিবহন শ্রমিকদের পাশে আছি। এ সময় মেয়র দ্রুত আরো ৫০০ পরিবহন শ্রমিককে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন- এই দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। তিনি তাঁর ওয়াদা রক্ষা করেছেন। কিন্ত আমাদের অসতর্কতার কারনে করোনা আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার মানুষ মারা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যা দিয়েছেন তা অতীতের কোন সরকার দিতে পারে নাই। বিশ্বের বহু স্বচ্ছল দেশ যেখানে টিকা পাইনি সেখানে আমরা গণটিকা কার্যক্রম পরিচালনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। এ সময় মেয়র টিকা নেওয়ার মাধ্যমে করনো নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য আহবান জানান।

তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা একটি পরিবারের অবলম্বন। আপনার কিছু হলে একটি পরিবার পথে বসে যাবে। তাই দয়া করে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এছাড়া আপনাদের হাতে বহু মানুষের নিরাপত্তা জড়িত। দয়া করে মাস্ক ছাড়া কোন যাত্রী উঠাবেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, মটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠিনিক সম্পাদক বিকাশ ঘোষ সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ, মটরমালিক ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: