টাঙ্গাইলে ছাত্রলীগের বিনামুল্যে অক্সিজেন সিলিন্ডার ও এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন
মো. আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল):
বর্তমান করোনা দুর্যোাগ কালীন সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনায় মানবিক কর্মসুচীর আওতায় টাঙ্গাইলে হট লাইনের মাধ্যমে বিনামুল্যে অক্সিজেন সিলিন্ডার ও এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা ছাত্রলীগর আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল। এসময় যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, জেলার যে কোন প্রান্তের করোনা আক্রান্ত রোগী বা তার স্বজন নির্ধারিত নম্বরে ফোন করলেই তার কাছে পৌঁছে যাবে অক্সিজেন ভর্তি সিলিন্ডার ও এ্যাম্বুলেন্স। এ সেবার জন্য কোন প্রকার টাকা দিতে হবে না।