অগ্রণী ব্যাংকের এমডির জন্য দোয়ার আয়োজন করলো কর্মচারী সংসদ
অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং তার পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় পরিষদ, কর্মচারী সংসদ (সিবিএ) আয়োজিত কেন্দ্রীয় নামাজ ঘরে স্বাস্থ্যবিধি মেনে গতকাল মঙ্গলবার ১৩ জুলাই এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ওই দোয়া মাহফিল অনুষ্ঠানে এমডি ও সিইও এবং তার পরিবারের আশু রোগমুক্তি কামনা করা হয়।
এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি মো. রফিকুল ইসলাম, অফিসার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কর্মচারী সংসদের (সিবিএ) সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঊধ্বর্তন নির্বাহী, কর্মকর্তারা।