সাংবাদিকদের সাথে হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
হবিগঞ্জের সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলেন চাকমা, এছাড়াও উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, ডিবি ওসি আল আমিন , হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এডঃ মনসুর আহমেদ ইকবাল ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এডঃ শাহ ফখরুজ্জামান, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম ও মোহাম্মদ নাহিজ, যমুনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, সাংবাদিক এসএম সুরুজ আলী, ছানু মিয়া, সাংবাদিক কুহিনুর, কবির মিয়া,জুয়েল চৌধুরী ও বাংলাদেশ রিপোর্টোস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক অপু আহমেদ রওশন, সাধারণ সম্পাদক তানবীর হোসেনসহ আরও অনেকেই । উক্ত সভায় সাংবাদিকগণ, জেলার বিভিন্ন অপরাধ,দাঙ্গা হাঙ্গামা ও মাদক নির্মুল, যানযটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার বলেন, এসমস্যা গুলো গুরুত্বসহকারে পর্যায়ক্রমে সমাধান করবেন। পুলিশের পাশাপাশি হবিগঞ্জ জেলাকে সুন্দর করে ঢেলে সাজাতে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন মহল ও সাংবাদিকদের প্রতি আহবান জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলী।