শিরোনাম

South east bank ad

৯৯৯ এ ফোন কলে গাইবান্ধা থেকে ছিনতাইকৃত গরুবাহী ট্রাক বগুড়া থেকে উদ্ধার, আটক দুই

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ছিনতাইয়ের শিকার এক কলারের ফোন কলে ছিনতাইকৃত একুশটি গরু সহ একটি ট্রাক উদ্ধার ও দুইজনকে আটক করেছে বগুড়ার গাবতলী থানার পুলিশ।

সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন কালিটোলা থেকে আরিফ নামে থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান তিনি এবং চট্টগ্রামের একজন গরু ব্যবসায়ী মোঃ আলমগীর সহ তারা মোট পাঁচজন ১১ জুলাই রবিবার রাতে একুশটি গরু নিয়ে ঢাকা মেট্রো ট -১৫-৭২০৭ নম্বরের ট্রাক যোগে নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে নীলফামারী বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন কালিটোলা, দুর্গাপুর এলাকায় পৌঁছালে রাত প্রায় বারোটার দিকে অন্য একটি ট্রাক তাদের গরুবাহী ট্রাকটির পথরোধ করে তাদের থামতে বাধ্য করে। এরপর ব্যরিকেড দেয়া ট্রাকটি থেকে অস্ত্রশস্ত্র সহ আট/দশজন দুষ্কৃতিকারী নেমে এসে অস্ত্র ঠেকিয়ে মারধর করে তাদের ট্রাক থেকে নামিয়ে দেয়। এরপর তাদের হাত পা মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে তাদের সমস্ত জিনিষপত্র সহ গরুবাহী ট্রাকটি নিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। কলার জানান একজন পথচারীর সহায়তায় তারা তাদের হাত পায়ের বাঁধন খুলে ট্রাকের মালিককে ফোন করেন এবং তার কাছ হতে জানতে পারেন ট্রাকটিতে সংযোজিত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ছিনতাইকৃত ট্রাকটির অবস্থান দেখাচ্ছিল বগুড়ার গাবতলীর কাছাকাছি।

৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি বগুড়ার গাবতলী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে গাবতলী থানা পুলিশের একধিক দল অবিলম্বে অভিযানে নামে।

পরে গাবতলী থানার পুলিশ পরিদর্শক তদন্ত জামিরুল ইসলাম ৯৯৯ কে ফোনে জানান তাদের একাধিক টহল দল সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে থাকে। এক পর্যায়ে গাবতলী থানাধীন ঊনচরকী নামক স্থানে একটি থেমে থাকা গরুর ট্রাক দেখতে পেয়ে এ এস আই রবিউল ও তার টহল দল ট্রাকটির দিকে এগিয়ে গেলে দূর হতে পুলিশ দেখতে পেয়ে দুষ্কৃতিকারীরা দিক্বিদিক পালাতে শুরু করে। ইতোমধ্যে পুলিশ পরিদর্শক তদন্ত জামিরুল ইসলাম অন্য একটি পুলিশ দল নিয়ে সেখানে হাজির হন। এরপর তারা ধাওয়া করে দুইজন দুষ্কৃতিকারীকে আটক করতে সমর্থ হন। আটককৃতরা হলো শাকিল (২৪), আব্দুল বারী ওরফে যুবরাজ (৪০)। আটককৃতদের ও উদ্ধারকৃত গরু সহ ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। পলাতক বাকী দুষ্কৃতিকারীদের আটকের প্রচেষ্টা চলছে।

এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: