শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে ‘গ্রীন ভয়েস’ এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী):

চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বেসরকারি সামাজিক সংগঠন ‘গ্রীণ ভয়েস’ এর উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারীতে জনসচেতনতামুলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার(১২ জুলাই) উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান হ্যান্ড মাইকে মহামারী করোনায় করনীয় সম্পর্কে বক্তব্য রেখে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। জনসাধারনের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে জনসাধারন সহ পথচারীদের মাঝে জনসচেতনতামুলক লিফলেট সহ মাস্ক বিতরণ করেছেন ‘গ্রীন ভয়েস’ সংগঠন। এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস এর পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আব্দুস সাত্তার, গ্রীন ভয়েস আটোয়ারী উপজেলা শাখার পক্ষে লিটু আনাম, আলোয়াখোয়া সাবেক ইউপি সদস্য ফজলে আলম শাহ এবং জেলা ও উপজেলা পর্যায়ের গ্রীন ভয়েস এর অন্যান্য সদস্যবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: