মাধবপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ
শেখ জাহান রনি (মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ঈদুল আজহা কোরবানির ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ডদারীদের মাঝে চাল বিতরণ করা হয়।
সোমবার ১২ জুলাই সকাল মাধবপুর পৌরসভায় ভিভিএস কার্ডদারী অসহায় দরিদ্র দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়। প্রতি জনকে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।
এসময় চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মঈনুল ইসলাম মঈন। এতে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভা মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহমেদ, প্যানেল মেয়র মোবারক উল্লাহ কাউন্সিলর বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, আফজাল মিয়া, স্বপ্না পাল সহ প্রমূখ।
উল্লেখ, আজ সকালে ৭ ও ৮ নং ওয়ার্ডে চাল বিতরণ করা হয় বাকি ওয়ার্ডগুলায় ধাপে ধাপে বিতরণ করা হবে। মোট ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জনকে দেয়া হবে।