ত্রাণ বিরতণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
গতকাল রোববার ১১ জুলাই ২০২১ইং তারিখ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এটাই বাংলাদেশের ইতিহাসে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু। নতুন ২৩০ জন নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে। এর আগে ৯ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়।
গতকাল রোববার ১১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১১ জুলাই ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। ৮ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
এছাড়া রাজশাহীতে গতকাল ১১ জুলাই ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১৩ জন মারা যান।
গতকাল রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৯ জন, নাটোরের ৬ জন, পাবনার ১ জন, নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন। মৃতদের দুজনের বয়স ২১-৩০ বছর আর বাকি ১৭ জনের বয়স ৪১-৬৫ বছরের মধ্যে ছিল।
সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়ে রামেক পরিচালক বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর ৩ জন, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন মারা গেছেন। উপসর্গ ও সন্দেহভাজন হয়ে রাজশাহীর ৬ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ১ জন ও কুষ্টিয়ার ১ জন মারা যান। মৃত ব্যক্তিদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়।
করোনা ভাইরাসের সংক্রামণ মোকাবিলায় সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও গরিব মানুষের মধ্যে ত্রাণ বিরতণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
এর ধারাবাহিকতায় আজ সোমবার ১২ জুলাই ২০২১ইং সকাল সাড়ে ১০টায় গভঃ ল্যাবরেটরী হাইস্কুল মাঠে আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মজিদ আলী (বিপিএম) ২৫০ জনের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. তৌহিদুল আরিফসহ স্থানীয় জনপ্রতিনিধি।