শিরোনাম

South east bank ad

বিশ্ব জনসংখ্যা দিবসে গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন ফয়সাল হোসাইন

 প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন ফয়সাল হোসাইন। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে বিশেষ কাযর্ক্রমে অবদান রাখায় তাকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়। ফয়সাল হোসাইন দীর্ঘ ৯ বছর ধরে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে কর্মরত রয়েছেন।

রবিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জে এক ভার্চুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান। সভায় ফয়সাল হোসাইনকে জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে মনোনিত করে নাম ঘোষনা করা হয়। এছাড়া তাকে সদর উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবেও নির্বাচিত করা হয়েছে।

সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক ফয়সাল হোসাইন জানান, জেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত করায় আমি খুশি। এতে আমার কর্মদক্ষতা আরো বৃদ্ধি পাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: