পটুয়াখালীতে ডিম, ময়দা, রং মাখিয়ে আর্জেন্টিনার বিজয় উদযাপন
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীর কুয়াকাটায় ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম,রং ও ময়দা মাখিয়ে বিজয় উদযাপন করেছে আর্জেন্টিনার সমর্থকরা। রোববার (১১ জুলাই) দুপুরের পর কুয়াকাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় জানিয়েছেন, সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। এ কারণে মন খারাপ করে একটি দোকানে বসেছিলেন ব্রাজিল সমর্থক সাদ্দাম ও মাকসুদ আকন। পিছন থেকে তাদেরই কয়েকজন আর্জেন্টিনার সমর্থক বন্ধু তাদের মাথায় হঠাৎ করে ডিম, রং ও ময়দা মাখিয়ে দেয়।
এদিকে মোবাইলে এসবের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে ভাইরাল হয়ে পড়ে বিষয়টি। এ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।