ক্যাপসিক্যাম আমদানির আড়ালে সাতক্ষীরার ভোমরা বন্দরে ভারতীয় ওষুধ ও মোবাইল সেট পাচার
এমএ জামান (সাতক্ষীরা):
ভারত থেকে ক্যাপসিকাম আমদানির আড়ালে বিপুল পরিমান ওষুধ ও মোবাইল সেট আটকের ঘটনা ঘটেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে।
শনিবার বিকালে শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল এই অভিযান চালিয়ে তা জব্দ করে। মামুন এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল। ভারতীয় ওই ট্রাকে ছিল ৮২ কার্টুন ক্যাপসিকাম।
রাতে তল্লাশি চলাকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, কয়েকটি কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৬৪টি ভারতীয় মোবাইল সেট পাওয়া গেছে। মোবাইল সেটগুলো রিডমি টেন প্রো। ৮২ টি কার্টুনের মধ্যে এখনো অনেকগুলো খুলতে বাকী আছে। মধ্যরাতের পরে জানানো সম্ভব হবে কতগুলো মোবাইল সেট আনা হয়েছে।
মধ্যরাতে তাকে ফোন দিয়ে পাওয়া যায়নি।