জেসিআই ঢাকা হেরিটেজের “রোবোটিক্স: ফস্টারিং গ্রোথ ইন কান্ট্রি’স অটোমোশন সেক্টর” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
জেসিআই ঢাকা হেরিটেজের উদ্যোগে “রোবোটিক্স: ফস্টারিং গ্রোথ ইন কান্ট্রি’স অটোমোশন সেক্টর” শীর্ষক এক অনলাইনভিত্তিক আলোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জেসিআই ঢাকা হেরিটেজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কৌশিক সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বাংলাদেশের রোবটিক্সের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন বাংলাদেশ রোবটিক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হাফিজুল ইমরান।
রোবটিক্সসহ বিভিন্ন ইমার্জিং টেকনোলজি নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন এটুআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ মো. ফজলে মুনিম। রোবটিক্স নিয়ে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র এবং বিনিয়োগের চ্যালেঞ্জ তুলে ধরেন ডটলাইনস গ্রুপের পরিচালক শারফুল আলম।
রোবটিক্স বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন নগদের নির্বাহী পরিচালক ও জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ। রোবটিক্স নিয়ে গবেষণার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ। পরে জেসিআই ঢাকা হেরিটেজের প্রেসিডেন্ট নাহিদা আক্তার তার সমাপনী বক্তব্য দেন।