শিরোনাম

South east bank ad

পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদারীপুরে সংক্রমণরোধে শতাধিক মসজিদে পুলিশের প্রচারণা

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পুলিশ সুপার মাদারীপুর জেলা জেলার সকল জনগণকে করোনার এই উর্দ্ধগতির সময় ঘরে থাকা এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার ৫টি থানার ৬৭টি বিটের আওতায় শতাধিক মসজিদে সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারগণ মসজিদ ভিত্তিক প্রচারণার অংশ হিসেবে করোনাকালে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদারীপুর জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলাধীন বিভিন্ন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ শুক্রবার জুম'আর নামাজের প্রাক্কালে মসজিদে আগত মুসল্লিগণের উদ্দেশ্যে করোনা মহামারীর এই কঠিন সময়ে জনগণের করনীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, লোকসমাগম এড়িয়ে চলা, হাটবাজারে চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেয়া সহ বিভিন্ন সরকারি বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ জানানো হয়। এছাড়া সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ঘনঘন হাত ধোয়া, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন মসজিদে বক্তব্য প্রদানকারী এ সকল পুলিশ কর্মকর্তাগণ।
তাছাড়া, সাধ্যমত পুষ্টিকর খাবার বেশি খাওয়া, জ্বর সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করার জন্য অনুরোধ করেন। এ সকল পুলিশ কর্মকর্তাগণ সকল নাগরিককে করোনা মহামারীতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: