শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে সড়কে ঝরল দুই প্রাণ

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ( ময়মনসিংহ) :

ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।

নিহতরা হলেন, নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আনন মানিক (২৫) অপরজন জেলার নান্দাইল উপজেলার আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৬)।

শনিবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচার আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি খিচা আমিরাবাদ উচ্চবিদ্যালয় এলাকায় আসতেই নেত্রকোনাগামী একটি পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়। এ ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ফাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: