ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
জেলার চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত সুফলভোগী ২৭০ টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। (৮ জুলাই) বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী ২৭০টি পরিবারের মধ্যে এসব বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এ সময় এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা আমাদের বিমান প্রতিমন্ত্রী মহোদয়ের পরামর্শক্রমে এ কার্যাক্রম অব্যাহত রেখেছি, পর্যায়ক্রমে তাদেরকে সরকারের সকল প্রকার সহযোগীতা করা হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল , পিআইও প্লাবন পাল, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, নিপেন মেম্বার , চা শ্রমিক নেতা কাঞ্চন প্রমুখ।
এদিকে, চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম জানান, উপজেলা প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তর হতে নির্বাচিত ১৯০টি সুলফভোগী পরিবারকে গৃহ নির্মাণ উপকরণ হিসেবে ৫টি ঢেউটিন, ৪টি আরসিসি পিলার ও ১০০টি ইট বিতরণ করা হয়।