বুস্টার ডোজের অনুমতি পাবে না ফাইজার
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন অ্যান্ড দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে যারা পূর্ণ ডোজের টিকা নিয়েছেন তাদের আপাতত বুস্টার ডোজের প্রয়োজন নেই।’
তারা বলছে, ভ্যাকসিন নেয়া হয়ে গেলে তারা ঝুঁকিমুক্ত। এমনকি বর্তমানে সবচেয়ে দ্রুত এবং মারাত্মক সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্টের বিপক্ষেও ভ্যাকসিন ভালো কার্যকর বলে তারা মত দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা যেকোনো নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখি এবং জনগণকে তা জানায়। বৈজ্ঞানিক গবেষণায় যখন প্রমাণ হবে যে, এখন বুস্টার ডোজ দরকার তখন আমরা অনুমতি দেব।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র অত্যন্ত ভাগ্যবান যে, এখানে খুবই কার্যকরী ভ্যাকসিন আছে। ১২ বছরের উপরে সবাই এই ভ্যাকসিন নিতে পারে এবং পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের রয়েছে। যারা ভ্যাকসিন নেয়নি আমরা তাদের দ্রুত নিয়ে নেয়ার জন্য আহ্বান জানাই। কারণ যারা ভ্যাকসিন নেয়নি তারা ঝুঁকিতে রয়েছে।’
এর আগে বৃহস্পতিবার ফাইজার অ্যান্ড বায়োএনটেক ঘোষণা করে যে, তারা তাদের ভ্যাকসিনের বুস্টার ডোজের অনুমোদনের কথা ভাবছে। তারপরই ওই ঘোষণা আসে।
ফাইজার ও বায়োএনটেক বলছে, বুস্টার ডোজের ট্রায়ালে দেখা গেছে, দুই ডোজের টিকা নেয়ার ছয় মাস পর যদি তৃতীয় ডোজের টিকা নেয়া হয় তাহলে সেই ব্যক্তির শরীরে অ্যান্ডিবডি এমন পর্যায়ে চলে যায় যে, করোনার যেকোনো ধরন থেকে তিনি ঝুকিমুক্ত থাকেন।
সংস্থাটি বলছে, তারা তাদের করোনা ভ্যাকসিনের নতুন ভার্সন তৈরি করছে। বিশেষ করে ডেল্টা ভ্যারিয়ান্ট প্রতিরোধে তৈরি করা হচ্ছে। স্বেচ্ছাসেবীদের উপর এই গ্রীষ্মে তার ট্রায়াল শুরু হতে পারে।