জামালপুরে নতুন করে ৬৫ শনাক্ত, মৃত্যু ৪
শামীম আলম (জামালপুর) :
জামালপুরে প্রতিদিনই বেড়ে চলছে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা,সেই সাথে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষের সংখ্যা।
গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ১৮.১৯শতাংশ থেকে বেড়ে ২৩.৮০ হয়েছে। যা গতকালের তুলনায় আজ ৫.৬২শতাংশ বৃদ্ধি পেয়েছে । নতুন করে একদিনে ৬৫ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।আর মৃত্যু হয়েছে ৪জনের।
বৃহস্পতিবার (০৮জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২৭৩টি নমুনা পরীক্ষায় জেনারেল হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীসহ ৬৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সদরে ২, বকশিগঞ্জে ১,দেওয়ানগঞ্জে ১জনের মৃত্যু হয়েছে।
নতুন শনাক্ত হয়েছে, সদরে ২৯, সরিষাবাড়ি১৩,বকশিগঞ্জে৭, মাদারগঞ্জে৩,দেওয়ানগঞ্জে ৬,ইসলামপুরে৪, মেলান্দহে ৩জন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৩৩জন, মোট সুস্থ ২৬৪৯জন, মোট মৃত্যু ৬৪জন। রেফার্ড ৪১জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৫৮৫জন।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ২১জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২জন ও ঢাকায় ২জন।
জেলায় অধিকাংশ ঘরে জ্বর সর্দি,কাশি করোনার উপসর্গ মত দেখা দিয়েছে । এদিকে জেলার বিভিন্ন ওষুধের দোকানে নাপা ট্যাবলেটের সরবরাহ না থাকায় ওই ওষুধ বাজার পাওয়া যাচ্ছে না। তবে এই গ্রুপের অন্যান্য কোম্পানি ওষুধ বাজার প্রচুর সরবরাহ রয়েছে।