ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ছয়জন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (০৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের শহীদুল ইসলাম (৪৫), মফিজুর রহমান (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার মোজাম্মেল হক (৬০), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), নেত্রকোনা সদরের সাহেরা খাতুন ও পূর্বধলা উপজেলার আব্দুল মতিন (৬৮)।
এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর রহমান (৬৫), মীর জান (৮০), গফরগাঁও উপজেলার কুলসুম (৫৫), ভালুকার আলি নেওয়াজ (৫৫), টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬), শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫) ও ঝিনাইগাতি উপজেলার জসতিয়া রানী (৪০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ৩৮৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
অপরদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৯৫ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।