মেলান্দহে ১১ হাজার ২ শত টাকা জরিমানা
শামীম আলম,জামালপুর :
সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৮ম দিনে মেলান্দহ উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(৮ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এমাদুল হেসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় উপজেলার দুরমুঠ বাজারে স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখার দায়ে একটি জুতার দোকান ও নিশিতা জুয়েলার্সকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০০০ করে মোট ৮০০০ টাকা জরিমানা আদায় করেন।একই ধারায় শ্যামপুর বাজারে মনিকা মটরসকে দোকান খোলা রাখায় ৩ হাজার এবং মাস্ক ছাড়া অপ্রয়োজনে বাইরে বের হওয়ার জন্য মজিবর রহমানকে ২০০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান পরিচলানাকালে শিমুলতলা মোড়ের পশ্চিম পাশে স্বাস্থ্যবিধি না মেনে টিসিবি পণ্য বিক্রি করায় মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম ও এসিল্যান্ট মো: সিরাজুল ইসলামের পরামর্শে জামালপুর জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিসিবি পন্য বিক্রি বন্ধ করে দেয়। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় টিসিবি পন্য বিক্রি করতে টিসিবির ডিলারকে নির্দেশ দেন।