প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দকে কটুক্তি, রাজাপুরে বিএনপি নেতা জামালের নামে তথ্য প্রযুক্তি আইনে ছাত্রলীগ নেতার মামলা
মোঃ রাজু খান (ঝালকাঠি):
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুকি করে পোস্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাব্বির খান বাদি হয়ে এ মামলা (নং-৩, তারিখ- ০৮-০৭-২১ইং) দায়ের করেন।
জামাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনিত প্রাথর্ী হিসেবে নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন। মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন। যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।