পটুয়াখালীতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীতে ক্রমশই ছড়িয়ে পরছে করোনা ভাইরাস। অসচেতন মানুষ এবং এবং অতি উৎসাহী লোকজনের কারনে এক এলাকা থেকে অন্য এলাকায় ভাইরাস সংক্রমিত হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার, ৮ জুলাই) পটুয়াখালী জেলায় সর্বোচ্চ করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ৬০ জন। মারা গেছেন ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১২ জন, কলাপাড়ায় ১৭ জন, গলাচিপায় ৩ জন, মির্জাগঞ্জে ৬ জন, বাউফলে ৭ জন, দুমকীতে ১ জন এবং দশমিনায় ১৪ জন আক্রান্ত হয়েছে।
পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তাদের অসচেতনতাকেই দায়ী করেছেন পটুয়াখালীর প্রশাসনিক কর্মকর্তারা। এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, পটুয়াখালীতে ভাইরাস সংক্রমন রোধে সকলকে সচেতন করা হচ্ছে। বহিরাগতরা যাতে শহরের অভ্যান্তরে প্রবেশ করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ন স্থানে প্রশাসন কর্তৃক চেকপোস্ট বসানো হয়েছে।