২৫ জন উদ্যোক্তাকে সেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার দিয়েছে প্রিমিয়ার ব্যাংক
বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে প্রিমিয়ার ব্যাংক সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৫ টি শাখার উদ্যোক্তাদের মধ্য থেকে ২৫ জন উদ্যোক্তাকে সেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএমই ও কৃষি ঋণ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ২৫টি এসএমই বান্ধব শাখার শাখা ব্যবস্থাপকসহ শাখার এসএমই গ্রাহক গন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা তার বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের এসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের প্রদেয় বিভিন্ন নির্ধারিত লক্ষ্য অত্যন্ত সফলতার সাথে অর্জন করায় এবং সেই সাথে বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে উদ্যোক্তাদের সম্মাননা জানানোয় প্রিমিয়ার ব্যাংককে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম প্রিমিয়ার ব্যাংককে একটি এসএমইবান্ধব গণমানুষের ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন।