র্যাব-৩ এর অভিযানে কুমিল্লার বরুড়ার শীর্ষ সন্ত্রাসী আটক
কুমিল্লার বরুড়া থেকে শীর্ষ সন্ত্রাসী আলী হোসেন ওরফে প্রকাশ আলীকে আটক করেছে র্যাব-৩। কুমিল্লার বরুড়া থানা এলাকায় অবৈধ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আলী হোসেন অবস্থান করছেন। এমন খবর পেয়ে র্যাব-৩ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে আটক করে। আটক আলী হোসেনের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার মহেশপুর গ্রামে। তার কাছ থেকে একটি রিভলবার ও একটি লোকালগান উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীনা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক আলী হোসেনের বরাত দিয়ে র্যাব জানায়, তিনি অবৈধ অস্ত্র নিয়ে কুমিল্লার বরুড়া এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিলেন। তার বিরুদ্ধে বরুড়া থানায় পাঁচটি মামলা রয়েছে।