শিরোনাম

South east bank ad

আড়াইহাজারে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

সরকারি বিধিনিষেধ আরোপ করার পর থেকেই দেশের সব জায়গায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। রাস্তায় যানবাহন চলাচল থেকে শুরু করে বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল, মার্কেট সহ সাধারণ মানুষের অকারণে চলাচল করাও। সুনির্দিষ্ট কারণ ব্যতিত কেউ বাহিরে বের হলেই গ্রেফতার করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়ও পালিত হচ্ছে কঠোর লকডাউন ও সরকার আরোপিত বিধিনিষেধ। রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাজিস্টেট টহলে বিভিন্ন এলাকার বাজারে গিয়ে বসানো হচ্ছে মোবাইল কোর্ট। জরিমানা সহ শাস্তিও পেতে হচ্ছে অনেককেই। বন্ধ রয়েছে সকল প্রকার যানচলাচল। তবে জরুরি প্রয়োজনে অনুমতি নিয়ে রাস্তায় কিছু কিছু সরকারি, পণ্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স ও কিছু সংখ্যক ছোট তিন চাকার যানবাহন চলাচল করতে দেখা যায়।

হোটেলগুলো অর্ধ ভাবে খোলা রাখা হয় বিকেল ৫ টা পর্যন্ত, যাতে করে পার্সেল বিক্রি করা যায়। তবে দোকানে বা হোটেলে কিংবা রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো অনুমোদন নেই।

আড়াইহাজার থানার ওসি ( অফিসার ইন চার্জ) জনাব আনাস জানান, ' পুলিশি টহলে বিভিন্ন স্থানে পরিদর্শন করা হচ্ছে সবসময়। চেক করা হচ্ছে আড়াইহাজারে প্রবেশ করা যানবাহন ও মানুষজনকে। নির্দিষ্ট কারণ ছাড়া কেউ বের হলে তাকে আটক করছে পুলিশ। ম্যাজিস্টেটের দায়িত্ব পালন করছেন উপজেলা ভুমি অফিসার উজ্জ্বল হোসেন। লকডাউন কার্যকর করতে আমরা সকলে সচেষ্ট ভূমিকা পালন করা সহ সরকার আরোপিত সকল নিয়ম মানা হচ্ছে। "

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: