ফুলবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত-৬
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে অন্তত ৬ জনকে পাগলা কুকুর কামড়িয়ে আহত করেছে জানা গেছে। আজ বুধবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মতিন কাজী বলেন, বুধবার সকাল থেকে ৪টি কুকুরকে দলবেঁধে ঘুরা-ফেরা করতে দেখা যায়। সাড়ে ১০টার দিকে বিদ্যানন্দ গ্রামের আজিজুলের পুত্র মো: জামাল উদ্দিন (৩৫), ফারুক মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়া (২৭), আ: রাজ্জাক এর পুত্র সিরাজুল ইসলাম (৬০), গোলাম ফারুখ এর পুত্র তানিয়া আক্তার (১২), মৃত. এবাদৌল্ল্যাাহ এর পুত্র শামছু মিয়া (৫০), নজরুল মিয়া এর পুত্র আশিক মিয়া (১৬)। এ ছাড়াও বিদ্যানন্দ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহ: শিক্ষক মো: মোকলেছুর রহমান ও আজাহরুল ইসলামকে আক্রমন করলেও কামড়াতে পারেনি। এ পর্যন্ত ২টি কুকুর এলাকাবাসী মেরে ফেলতে সক্ষম হয়েছে। আরও বাকী ২টি কুকুর গ্রামের বিভিন্ন মহল্লায় অবস্থান করছে। কারো হাতের আঙ্গুলে, হাঁটুর নিচে, মাংস পেশীতে কামড় দিয়ে রক্ত বের করেছে। কুকুর আতঙ্ক বিরাজ করছে ঐ গ্রামে।
ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে কতর্ব্যরত ডা: সাইদুর রহমান বলেন, ৬জন রোগি এখানে এসেছিল তাদের মধ্যে ২জনকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে।