মুন্সিগঞ্জে তিনশত বাচ্চাদের মাঝে খাবার বিতরণ
কায়সার সামির (মুন্সিগঞ্জ):
'সকলে মোরা পরের তরে' এই স্লোগানে করোনা কালীন সময়ে প্রতিভাবান সংগঠনের উদ্যোগে মুন্সিগঞ্জে তিনশত বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর দিকে মুন্সিগঞ্জ সদর থানার ভারপরাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক উপস্থিত থেকে নয়াগাঁও এলাকায় এ খাবার বিরণ করে। এর আগে সংগঠনের সদস্যরা মাস্ক বিতরণ করে।
প্রতিভাবান সংগঠনের সভাপতি মো. সুমন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি মদিনা নন ওভেন ফেব্রিক্স চেয়ারম্যান মো. আরাফাত রহমান, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, কবি সুমন ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিভাবান সংগঠনের সহ-সভাপতি মো শাকিল, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল, আইন বিষয়ক সম্পাদকমো. শফিক, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রাকিব প্রমুখ।