হাসপাতালে চিকিৎসকের উপর হামলায় বিএমএ’র নিন্দা
এইচ এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সালেহীনকে ৬ জুন দুপুরে কতিপয় দুস্কৃতিকারী কর্তৃক হামলার শিকার এবং শারীরিক ভাবে লাঞ্ছিত হন। এঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভে ফুসে উঠছে চিকিৎসক সমাজ।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক ও ডাঃ এইচ এ গোলন্দাজ তারা এক বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে সারাদেশের চিকিৎসকরা যখন নিজের জীবনের তোয়াক্কা না করে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন ঠিক সেই সময়ে দুস্কৃতিকারীদের দ্বারা চিকিৎসক লা নার ঘটনা অত্যন্ত উদ্বেগের। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান বিএমএন নেতৃবৃন্দ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল আকন্দ জানান, উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সালেহীনকে মঙ্গলবার দুপুরে কতিপয় দুস্কৃতিকারী কর্তৃক হামলার শিকার এবং শারীরিক ভাবে লাঞ্ছিত হওয়ার কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।