বৃদ্ধাশ্রমে খাবার খাওয়ালেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ
প্রসীদ কুমার দাস(কাশিয়ানী ,গোপালগঞ্জ) :-
করোনা সংকটকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃদ্ধাশ্রমে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে ২৩ বৃদ্ধ বাবা-মায়ের মুখে এসব খাবার তুলে দেন ওই সংগঠনের গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। খাবারের মধ্যে ছিল ভাত, মাংস, মাছ, ডিম, ডাল, দুধ, আম, কাঁঠাল, কলা, জিলাপী ইত্যাদি।
এ সময় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শিকদার সুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শিমুল হাসান, সদর উপজেলার সাধারণ সম্পাদক মুরসালিন রহমান, জেলা এডহোক কমিটির অন্যতম সদস্য মো. রিয়াজ শেখ, তাজিম সিকদার, সজীব হোসেন, আর কে রহিম প্রমুখ।
সভাপতি শিকদার সুমন বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারি বৃদ্ধাশ্রমে খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা বৃদ্ধাশ্রমের পরিচালকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হই। পরে আমরা ৬ সদস্যের একটি টিম সেখানে গিয়ে অসহায় মানুষের মুখে নিজ হাতে খাবার তুলে দেই। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবেও জানিয়েছেন তিনি।