শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে দুই জুয়াড়ির অর্থদন্ড

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী, পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে দুই জুয়ারু পুলিশের হাতে আটকের পর ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দিয়ে খালাস পেয়েছে। জানাগেছে , গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নির্দেশে এসআই মোকারম হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সোমবার (০৫ জুলাই) বিকেলে রাধানগর ইউনিয়নের রসেয়া বানিয়াপাড়া এলাকায় জুয়ারু আটকের এক অভিযান পরিচালনা করেন। রসেয়া বানিয়াপাড়া নদীর ধারে জুয়া খেলার সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়ারু পালিয়ে গেলেও জুয়ার আসর হতে দুই জুয়ারুকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত জুয়ারুরা হলো: উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া (দিনমারা) এলাকার স্বর মোহন দেবনাথের পুত্র দুলাল দেবনাথ(৩২) ও বিপিন সেনের পুত্র রমেশ সেন(৫০)। তাৎক্ষনিক আটককৃত জুয়ারুদের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি অমান্য সহ জনসমাগম করে জুয়া খেলার অপরাধে পৃথক পৃথকভাবে ৫,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: