শিরোনাম

South east bank ad

করোনা ও উপসর্গ নিয়ে রাজবাড়ীতে ৫জনের মৃত্যু

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দাকার রবিউল ইসলাম (রাজবাড়ী) : রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় ও তিনজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার(০৬ জুন) সকাল ১১ টায় রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।

করোনা পজিটিভ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন-রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল জব্বার (৮০) ও পুলিশ কনস্টেবল মোঃ জামাল মাতুব্বর(৫৩)।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা যান সদর উপজেলার ছোট নূরপুর গ্রামের আনোয়ারা বেগম (৫৫), পাংশা উপজেলার শামসুন্নাহার (৫০) ও মোঃ ফজর আলী (৮৫)। এদের মধ্যে দুজন করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা আইসলেশন ওয়র্ডে ভর্তি ছিলো এবং অপর একজন হাসপাতালে আনার সাথে সাথে মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস বলেন, রাজবাড়ীতে করোনার বিস্তার ব্যাপক হারে বেড়ে গেছে। প্রতিদিনই করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে আসছে।প্রথম অবস্থায় করোনা ইউনিট ২০ শয্যা বিশিষ্ট হলেও রোগীর চাপে তা এখন ৫০ শয্যা বিশিষ্ট করা হয়েছে।প্রয়োজনের তাগিদে আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, রাজবাড়ীতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৬৭ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে ৪ হাজার ৪৮২ জন।এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ৪৭ জন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৪৭ জন।

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন ঢাকা পোস্টকে বলেন, করোনার চাপ বাড়ায় জেলায় পাঁচটি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে।

এ ছাড়া প্রতিটি হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার মজুত রয়েছে। অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে দ্রুত অক্সিজেন সরবরাহের জন্য উপজেলাগুলোয় নতুন আরও ২৫টি কনসেন্ট্রেটরসহ সমগ্র জেলায় ৫২টি অক্সিজেন কনসেন্ট্রেটর নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: