সাতক্ষীরায় করোনায় প্রাণ গেল প্রবীন চিকিৎসকের
এম এ জামান (সাতক্ষীরা) : সাতক্ষীরায় করোনায় প্রাণ গেল প্রবীন চিকিৎসক ডা. আলী আশরাফ(৭০) এর। তিনি সোমবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাইছারুজ্জামান হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা: আশরাফ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি সার্জন এবং সাতক্ষীরা পৌরসভার চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি গত কয়েকদিন পূর্বে অসুস্থ্য হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা টেস্ট করে করোনা পজেটিভ আসে। সোমবার বিকালে করোনার কাছে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেবে এসেছে।