সাতক্ষীরায় আরও ৮ জনের মৃত্যু: মাসব্যাপী লকডাউনেও কমছেনা সংক্রমণ
এম এ জামান (সাতক্ষীরা) :
সাতক্ষীরায় লকডাউনের এক মাস পার হলেও কমছেনা করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের হার ছিল ২৮ শতাংশেরও বেশি। এছাড়া করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে সামেক হাসপাতালে। এসব নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৭১ জন।। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৫ জন। আর ৩৫৩ টি নমুনা পরীক্ষা করে ১০২ টি পজেটিভ এসেছে। যার শতকরা হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।
সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়,জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩৭ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন করোনা আক্রান্ত হয়ে ও ২৫২ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। বেসরকারি হাসপাতালে ১৬জন করোনা আক্রান্ত ও ১২২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জন। হোম আইসোলেশনে আছেন ৯০১জন।
এক মাস লকডাউনেও করোনা সংক্রমণের হার তেমন ন্মিমূখি না হওয়ার কারণ সম্পর্কে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। সাতক্ষীরার গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে সর্দি-কাশি-জ¦রের প্রাদূর্ভাব হচ্ছে। কম্যুনিটি ট্রান্সমিশনটা ঠেকানো গেলে আমরা একটা সুবিধাজনক অবস্থায় থাকতাম। এছাড়া মাস্ক পরার বিষয়েও জনসাধারণের অনীহা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান,পরীক্ষার সংখ্যা সম্প্রতি বাড়ানো হয়েছে। এ্যান্টিজেন র্যাপিড টেস্ট আমরা এখন কাউন্ট করছি। করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেট করা ছাড়া বর্তমানে বিকল্প নেই।
এদিকে, লকডাউনের পঞ্চম দিনে, সোমবার সকাল থেকে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে রয়েছে আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। চলছে মোবাইল কোর্টের জরিমানা আদায়।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার জেলাব্যাপী পরিচালিত ১৭টি মোবাইল কোর্ট ৬৮টি মামলায় ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে। গত ০৩ জুন থেকে এপর্যন্ত ৩২০টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১,২৮২টি মামলায় ১৩ লক্ষ ৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেছে।