পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া
বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন বাংলাদেশ পুলিশে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন। পুলিশ সদস্যদের নীতিনির্ধারণী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ সংঠনের সদস্য নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, যা টিম নওগাঁর সদস্যদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।
গত ২৬ জুন শনিবার ঢাকায় বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে যার মেয়াদ এক বছর। বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন বিসিএস পুলিশ অফিসারদের প্রতিনিধিত্ব করে। পুলিশ সুপার, নওগাঁ মহোদয় পূর্বেও এই এ্যাসোসিয়েশনের সম্পাদকীয় দায়িত্বসহ কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন মেয়াদে নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।