পঞ্চগড়ে আবারো ২৭টি ভারতীয় গরু উদ্ধার
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
পঞ্চগড় সীমান্তে অবৈধ পথে আসা ২৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকার তসলিম উদ্দীনের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে নিয়ে এসে তসলিম উদ্দিনের বাড়িতে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া থানা পুলিশ শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৭ টি ভারতীয় গরু উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক (চোরাকারবারি) পালিয়ে যায়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, ভারতীয় ২৭ টি গরু উদ্ধার করে জব্দ করা হয়েছে। তসলিম উদ্দীনসহ দুইজনের নামে মামলা করা হয়েছে।