আইসিএবির ওয়েবিনার অনুষ্ঠানে বিএইচবিএফসির চেয়ারম্যানের প্রবন্ধ উপস্থাপন
সম্প্রতি দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এক ওয়েবিনার অনুষ্ঠানের আয়োজন করে।
এ ওয়েবিনার অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। ‘ডাইনামিকস অব অডিট কোয়লিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রবন্ধ উপস্থাপন করেন।
আইসিএবিএর সাবেক সভাপতি দেওয়ান নুরুল ইসলামের সভাপতিত্বে ওয়েবিনারে অন্যদের মধ্যে অংশ নেন আইসিএবিএর বর্তমান সভাপতি মাহমুদুল হাসান খসরু, সহসভাপতি মো. আব্দুল কাদের জোয়ারদার, সাবেক সভাপতি মো. ফারুক, সহসভাপতি সিদ্ধার্থ বড়ুয়া, সিইও সুভাশীষ বোস প্রমুখ।