কঠোর লকডাউনের ৪র্থ দিনেও ফুলপুরে জরিমানা
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের সংক্রামন কমাতে দেশজুড়ে ১লাই জুলাই থেকে ৭দিনের কঠোর লকডাউন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় কঠোর লকডাউনের রবিবার ৪র্থ দিনে বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি ও দোকান খোলে নিষেধাজ্ঞা অমান্য করায় ময়মনসিংহের ফুলপুরের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। দুটি টিমের মাধ্যমে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান (১৮৯৭৪)। ফুলপুর পৌর বাসস্ট্যান্ডে, আমুয়াকান্দা বাজার সহ বিভিন্ন ইউনিয়নে এ কঠোর লকডাউনে জুয়েলারি, হোসটেল, মোবাইল, কামাড় সহ নিষেধাজ্ঞা দোকান খুলা এবং নানা মিথ্যা অজুহাতে ঘর থেকে বের হবার অপরাধে কজনকে বিভিন্ন মামলায় অর্থদ- প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার ৪টি মামলায় ৩ হাজার ৫০০টাকা এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান ১৬টি মামলায় ১২ হাজার ৯০০টাকা জরিমানা আদায় করেন। ফুলপুর উপজেলায় মোবাইল কোর্ট বসিয়ে দুজনে সর্বমোট ২০টি মামলায় ১৬ হাজার ৪০০টাকা অর্থদন্ড দিয়ে জরিমানা আদায় করা হয়।
এসময় সাথে ছিলেন, উপজেলা সার্টিফিকেট সহকারী আব্দুর রাজ্জাক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থা প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান রাব্বি, বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী ফোর্স, সাংবাদিকসহ অনেকেই।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা কালে ইউএনও শীতেষ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান বলেন, বিধিনিষেধ কার্যকর করতে সারাদেশে অভিযান পরিচালিত হচ্ছে। রবিবার ফুলপুরে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং প্রমাণ ছাড়া যারা নানান মিথ্যা অজুহাতে ঘর থেকে বাহিরে বের হয়েছেন এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খুলেছেন অনেকেই জরিমানা করেছি। সেই সাথে কঠোর লকডাউন এর বিভিন্ন নিয়ম কারণও বলে দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন সহ, আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছেন, মানুষকে ঘরে রাখার জন্য।