গাজীপুর জেলা প্রশাসনের টহল কার্যক্রম অব্যাহত
গাজীপুর সিটি কর্পোরেশন-এর আওতাধীন আমতলী বাজার, হাড়িনাল বাজার, জোড়পুকুরপাড় বাজার, শিববাড়ি মোড়, সালনা বাজার, মাস্টারবাড়ি বাজার এলাকায় কোভিড-১৯ প্রতিরোধে সরকারী বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে টহল কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা ।
এসময় সালনাস্থিত মাস্টারবাড়ি বাজারস্থিত গোল্ডমার্ক ব্র্যান্ডের রানী ফুড লিমিটেড নামক দুইটি শিল্পকারখানা পরিদর্শন করে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সন্তোষজনক কর্মপরিবেশ পাওয়া যায়। টহল কার্যক্রমটি জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা পরিচালনা করেন এবং ক্যাপ্টেন তানভীরের অধীন সেনাবাহিনীর টিম-১ ও এস.আই. প্রবীরের অধীন জি.এম.পি.-র পুলিশ সদস্যগণ সহায়তা করেন।